শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

কয়েলবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অনুমোদন বিহীন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিম্নমানের কয়েলবিরোধী এবং ভেজালবিরোধী অভিযান চালিয়েছে। গতকাল দুপুর ৩টা থেকে জেলা শহরের রাজাবাজার, চেলোপাড়া ও বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সংবাদ পেয়ে অনেক কয়েল বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যায়। কোন কোন দোকানদার আবার কয়েল দ্রুত সরিয়ে ফেলে। অভিযানে বগুড়া শহরের রাজাবাজারের মাহমুদা স্টোরে প্রায় আধ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। দোকানে বিএসটিআই অনুমোদিত কয়েল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত থেকে বলা হয়, সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি, বিএসটিআই অনুমতি নেই ও নিম্নমানের কয়েল বিক্রি করা যাবে না ও দোকানে রাখাও যাবে না। বগুড়ায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। এ সময় বিএসটিআই ও থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর