রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া থানার ওসি বিপ্লব সাহার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ও তার অপসারণ দাবি করে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টায় কোটকোল ইউনিয়নবাসীর আয়োজনে নড়াইল আলাদাতপুরে টেকনিকেল স্কুল ও কলেজের সামনে মানববন্ধনের পর হামিদ ম্যানসনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে অভিযোগকারীদের পক্ষে ইমরান শেখ জানান, কোটকোল ইউপি নির্বাচন কেন্দ্র করে ২ জুন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের নেতৃত্বে সাধারণ মানুষে উপর গুলি বর্ষণ করা হয়। এতে একজন নিহত ও অভিযোগকারীদের মধ্যে ফরহাদসহ অনেকে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের হাঁটুর উপর থেকে পা কেটে ফেলতে হয়েছে। এ ব্যাপারে মামলা করতে থানায় গেলে ওসি বিপ্লব সাহা দুই লাখ টাকা ঘুষ দাবি করে। ফরহাদ অনেক কষ্টে ৫০ হাজার টাকা দিলে মামলা গ্রহণের ব্যাপারে আজকাল বলে ঘোরাতে থাকেন। ওসি ঘুষ দাবি ও গ্রহণের কথা অস্বীকার করে জানান, ওই ঘটনায় হত্যা মামলা হয়েছে।

সর্বশেষ খবর