রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

‘সব ধর্মই নৈতিকতাকে গুরুত্ব দিয়েছে’

রূপগঞ্জ প্রতিনিধি

জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমূর আলম খন্দকার বলেছেন, বকধার্মিক ও নাস্তিক বুদ্ধিজীবীদের বোঝা উচিত, নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা মানুষকে সুশিক্ষিত করে না। সব ধর্মই নৈতিকতাকে গুরুত্ব দিয়েছে। একশ্রেণির বুদ্ধিজীবী তাদের উন্মাদনাকে প্রতিষ্ঠিত করতে ধর্মনিরপেক্ষতার ব্যানারে ধর্মহীন সমাজ কায়েম করতে চান। শনিবার উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় হাজী মনিরউদ্দিন বেপারী কওমী মাদ্রাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমার নানা হাজী মনিরউদ্দিন বেপারীর উদ্যোগে খাদুন, রূপসী, মৈকুলী, কাহিনা খিদিরপুর, কবরস্থান প্রতিষ্ঠিত। তারই দান করা ১৯ শতাংশ জমিতে বহুতলবিশিষ্ট কওমী মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছি। এছাড়া আগামী বছরই মনিরউদ্দিন বেপারী জেনারেল হাসপাতাল নির্মাণ কাজ শুরু করব ইনশাআল্লাহ। সভায় উপস্থিত ছিলেন, সামসুর রহমান খান বেনু, মাহাবুব রহমান, মনিরুল ইসলাম, হুমায়ন কবির রফিক, আলাল খন্দকার প্রমুখ।

সর্বশেষ খবর