Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুন, ২০১৬ ০০:২০
দিনাজপুরে সংঘর্ষ আহত ৪
দিনাজপুর প্রতিনিধি

সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের জের ধরে দিনাজপুরের বিরামপুরে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ছোঁড়া পিস্তলের গুলিতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চারজন। উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। স্থানয়ীরা বিষয়টি নিশ্চিত করলেও গুলির ঘটনা অস্বীকার করেছে পুলিশ। আশুগঞ্জে চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আশুগঞ্জের তারুয়া ইউপি চেয়ারম্যান বাদল সাদিরের বাড়িতে গতকাল সকালে বোমা হামলা হয়েছে। এতে কেউ হতাহত হননি। পুলিশ ওই বাড়ির পাশে থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।

এই পাতার আরো খবর
up-arrow