মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

নরসিংদী সরকারি কলেজে ভর্তিবাণিজ্যের অভিযোগ

সঞ্জিত সাহা, নরসিংদী

নরসিংদী সরকারি কলেজের (নসক) একাদশ শ্রেণির ভর্তি নিয়ে চলছে রমরমা বাণিজ্য। ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের কাছ থেকে নির্দেশিকা ও ভর্তি ফরমের নামে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। ভর্তিবাণিজ্য বন্ধে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও নসক কর্তৃপক্ষ তা মানছেন না। কর্তৃপক্ষ রীতিমত রসিদ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে এ  টাকা সংগ্রহ করছেন। প্রশাসনিক কর্মকতারা বলছেন অধ্যক্ষ ও ভর্তি কমিটির আহ্বায়কের নির্দেশেই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। বিষয়টি স্বীকার করে  অধ্যক্ষ বলছেন, মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ না থাকায় এটি বিধিবহির্ভূত। কিন্তু দেশের সব কলেজেই এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। কলেজ সূত্রে জানা যায়, নরসিংদী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা দুই হাজার ৩৫০। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪১০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ১২০টি ও মানবিক বিভাগে ৮২০টি আসন রয়েছে। প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নিয়মবহির্ভূতভাবে আদায়ের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কলেজের দেয়ালে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ক্যাশ কাউন্টারে ১০০ টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহের নির্দেশনা দেওয়া হলেও এতে অধ্যক্ষের কোনো স্বাক্ষর নেই। ভর্তি কমিটির আহ্বায়ক ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ভর্তির ফরম ও কলেজের প্রসপেক্টাসের জন্য এই ১০০ টাকা  আদায় করা হচ্ছে। বিষয়টি অধ্যক্ষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের ভর্তি নির্দেশিকা ও ফরম বাবদ এই টাকা আদায় করা হচ্ছে।

সর্বশেষ খবর