মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

বিশেষ অভিযানে ঘুষবাণিজ্য এসআই ক্লোজড

মাগুরা প্রতিনিধি

বিশেষ অভিযানে নিরীহ মানুষকে ধরে এনে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে মাগুরা সদর থানার এসআই নিমাই চন্দ্রকে ক্লোজ করা হয়েছে। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মাগুরা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ। পুলিশ সুপার বলেন, বিশেষ অভিযান চলাকালে গত ১২ জুন রাতে সদরের বেড় আকছি গ্রাম থেকে চারজনকে ধরে আনে সদর থানা পুলিশ। ওই অভিযানে নেতৃত্বে ছিলেন এসআই নিমাই চন্দ্র। জনপ্রতি এক হাজার ৬০০ টাকা উেকাচ নিয়ে পরদিন তাদের ছেড়ে দেয়। এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা। মাগুরা পুলিশ সুপার বিষয়টি তদন্তভার দেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামকে। তিনি অনুসন্ধান করে ঘটনার প্রাথমিক সত্যতা পান এবং রবিবার রাতে নিমাইকে ক্লোজ করে মাগুরা পুলিশ লাইনে সংযুক্ত করেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত এসআই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে থাকা চারজনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের থানায় নিয়ে আসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তাদের বুঝিয়ে দিয়ে বাইরে রাত্রিকালীন ডিউটিতে যান। সকালে থানায় এসে জানতে পারেন আটকরা নিরপরাধ। তিনজন ইউপি চেয়ারম্যান তাদের পক্ষে সুপারিশ করে ছাড়িয়ে নিয়ে গেছেন।’

সর্বশেষ খবর