শিরোনাম
মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা

ইউএনওর ওপর হামলা মামলায় শ্রীবর্দীর মেয়র কারাগারে

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিনের ওপর হামলার দায়ে পৌরসভার মেয়র আবু সাঈদকে কারাগারে পাঠিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক হাসান সরকার শাহরিয়ার। উচ্চ আদালতের নির্দেশে সোমবার দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। অভিযোগ রয়েছে— ৩১ মার্চ শ্রীবর্দী উপজেলার ছয়টি ইউপিতে ভোট চলাকালে শ্রীবর্দী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরকারি গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়ে নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তারের চেষ্টা চালান। বিষয়টি জানতে পেরে ইউএনও হাবিবা শারমিন তাকে নির্বৃত্তের চেষ্টা করেন। এতে উত্তেজিত হয়ে ইউএনওর সঙ্গে অশোভন আচরণ করেন সাঈদ। ইউএনওকে হত্যার হুমকিও দেন। পরে ওইদিন রাতেই নির্বাচনী সামগ্রীসহ নিজ কার্যালয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইউএনও এবং তার গাড়িচালক। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে ১৩ এপ্রিল ইসি থেকে ওই মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয় এবং মেয়রের বিরুদ্ধে নির্বাচনী আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক এ ব্যাপারে ব্যবস্থা নিলে মেয়র আবু সাঈদ দীর্ঘদিন পালিয়ে থেকে উচ্চ আদালতে গিয়ে জামিনের আবেদন করলে আদালত ২০ জুনের মধ্যে সাঈদকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করে।

সর্বশেষ খবর