বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

নিজ বাড়ি ফিরতে চায় ১০ শিশু

ফরিদপুর প্রতিনিধি

নিজ বাড়ি ফিরতে চায় ১০ শিশু

শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে পথভোলা ১০ শিশু

দেশের বিভিন্ন স্থান থেকে আনা পথভোলা ১০ শিশুর দিন কাটছে ফরিদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে। শৈশবে পরিবার থেকে বিচ্ছিন্ন এসব শিশু ফিরে যেতে চায় বাবা-মা ও পরিবারের কাছে। পেতে চায় প্রিয়জনের আদর-ভালোবাসা। পথভোলা এসব শিশুর খোঁজ এখনো পাননি পরিবার। ফরিদপুরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুদের ছবি সংবলিত পোস্টার লাগানোর কাজ করছে সারা দেশে। যদি ছবি দেখে স্বজনরা সন্ধান পান আদরের সন্তানের।

নিরাপদ আবাসন কেন্দ্রে থাকা আট বছরের শিশু সিদ্দিক শুধু বলতে পারে ঢাকায় নানীর সঙ্গে বাজারে যাওয়ার সময় সে হারিয়ে যায়। আর মীম বলতে পারে নিজের নাম। ফেনীর ১১ বছরের আরিফ মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে এসে হারিয়ে যায়। বিভিন্ন হাত ঘুরে সে এখন ফরিদপুর নিরাপদ আবাসন কেন্দ্রে। নানাভাবে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া শিশুর পুলিশের মাধ্যমে আশ্রয় মিলেছে এ আবাসন কেন্দ্রে। বর্তমানে এখানে রয়েছে ১০টি শিশু। এদের বয়স ২-১২ বছর। মা-বাবার জন্য তারা দিনের পর দিন কান্নাকাটি করে চলছে। সঠিক পরিচয় না পাওয়ায়, কিংবা পরিবারের খোঁজ না মেলায় কাউকে স্বজনের কাছে হস্তান্তর করা যাচ্ছে না। আবাসন কেন্দ্রের শিশু পরিচর্যাকারী আয়া জানান, সব সময়ই তারা বাবা-মায়ের কথা বলে, কান্নাকাটি করে। মন খারাপ করে বসে থাকে। ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক এম এ মান্নান জানান, শিশুদের ছবি সংবলিত পোস্টার ছাপিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। ছবি দেখে দুটি পরিবার তাদের সন্তান শনাক্ত করে ফেরত নিয়েছেন। আশা করছি বাকিরাও পরিবারের কাছে ফিরে যেতে পারবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর