শিরোনাম
বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় বাজার পরিদর্শনে গিয়ে দোকানিদের হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের টিম। গতকালের এ হামলায় আহত হয়েছেন জেলা বাজার কর্মকর্তা ও এক পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত কর্মকর্তাদের বহনকারী গাড়ি। গাজীপুর বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে চান্দনা-চৌরাস্তা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও চার পুলিশ সদস্য নিয়ে আমরা বাজার মনিটরিং করতে যাই। সেখানে চেয়ারম্যান মার্কেটে গোবিন্দ ট্রেডার্সে ঢুকে কিছু মেয়াদহীন পণ্য মজুদ ও মূল্যতালিকা না থাকায় ওই দোকানকে জরিমানার কথা জানান। এ সময় পাশের দোকানি সিরাজুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় লোক জড়ো হয়ে জরিমানার বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তারা মনিটরিং টিমের লোকজনের ওপর হামলা চালায় এবং ধাওয়া করে।

সর্বশেষ খবর