Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২১ জুন, ২০১৬ ২৩:৫৬
বগুড়ায় হাউজি আসরে অভিযান
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরের নুরানী মোড়ে জুয়ার মেলা বলে পরিচিত হাউজির আসরে অভিযান চালিয়ে হাউজিসহ অন্যান্য জুয়া খেলা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান রুমি ও এসএম জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে র্যাব-পুলিশ অংশ নেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায় জানান, আয়োজকরা মেলা চালানোর পক্ষে হাইকোর্টের একটি নির্দেশনা দেখান। ওই নির্দেশনা সঠিক রয়েছে কিনা তা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, হাইকোর্টের নির্দেশনায় কোন স্থানে জুয়া চলবে তার কোনো উল্লেখ না থাকলেও ইনডোর গেমের নামে খোলা জায়গায় আসর বসানো হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow