বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

নাঙ্গলকোটে উত্তেজনা বিক্ষোভ

ভাইস চেয়ারম্যানের ওপর হামলার শাস্তি দাবি

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে। হামলার প্রতিবাদে চালকরা তিনটি সড়কে সিএনজি অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল নাঙ্গলকোট ও ঢালুয়ায় এ সমাবেশ হয়েছে। ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক আবু তাহের বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া খোকন, খ ম জিল্লুর রহমান, গোলাম মাওলা ছুট্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাসী বাহিনী ঢালুয়া বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছিল। সিএনজি চালকরা এ নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়ার কাছে অভিযোগ করেন। ভাইস চেয়ারম্যান সিএনজি অটোরিকশা চালকদের চাঁদা দিতে নিষেধ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসান খোরশেদ ফরহাদ ও ইউপি সদস্য অহিদুর রহমানের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত মঙ্গলবার বিকালে ঢালুয়া বাজারে ইউছুফ ভূঁইয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা তার মাথায়, হাতে-পায়ে কুপিয়ে, পিটিয়ে মারাত্মক জখম করে। এদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিল গতকাল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাঙ্গলকোট পৌরশহরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ইউছুফের ওপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সন্ত্রাসী হামলায় আহত আবু ইউছুফ ভূঁইয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ খবর