Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:৩২
ফরিদপুরে বিধবার বাড়ি জবরদখল
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মার চরাঞ্চল কবিরপুরে জমেলা বেগম নামে এক বিধবার বাড়িঘর ভেঙে জবরদখল করেছে প্রভাবশালী একটি চক্র। গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ দিয়েও কোনো সুফল পাননি জমেলা বেগম।

বর্তমানে তিনি বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। জমেলা বেগম জানান, কবিরপুর চরের সেন্টু ও তার বাহিনীর সদস্য নান্নু, ইদ্রিস, ছালাম ও রফিক ১৮ জুন সকালে তার বসতঘর ভেঙে ফেলে। পরে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই জায়গায় সেন্টু ও তার লোকজন নতুন বাড়ি তৈরি করছে। অভিযুক্ত সেন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক বিষয়টি তার জানা নেই বলে জানান।

up-arrow