Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:৩৩
অবহেলায় শ্রমিক নিহতের প্রতিবাদ
ডাক্তার প্রত্যাহার দাবি
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি বাস, মিনিবাস-শ্রমিক ইউনিয়নের সদস্য চাঁদের গাড়িচালক রুপম দের ডাক্তারের অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে গতকাল সংগঠনের শ্রমিক ও সড়ক পরিবহন মালিক গ্রুপ যৌথ সংবাদ সম্মেলন করে। এ সময় অভিযুক্ত দুই ডাক্তারকে খাগড়াছড়ি হাসপাতাল থেকে প্রত্যাহারের দাবি জানান।

শ্রমিক-মালিকপক্ষ প্রত্যাখ্যান করেন ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বুধবার সড়ক দুর্ঘটনায় আহত চালক রুপম দে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তারের অবহেলায় সেখানে তার মৃত্যু হয়। খাগড়াছড়ির সিভিল সার্জন এ ঘটনা তদন্তে ডা. আবদুর রউফকে সভাপতি করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেন। শ্রমিক নেতরা এ কমিটিকেও প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, প্রশাসনের সব বিভাগ ও শ্রমিক নেতাদের প্রতিনিধি সমন্বয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। শুধু ডাক্তার নিয়ে গঠিত কমিটি একপেশে বলে উল্লেখ করেন।

শ্রমিক নেতরা আগামী সোমবারের মধ্যে অভিযুক্ত দুই ডাক্তারকে প্রত্যাহার করা না হলে অবরোধ কর্মসূচি ঘোষণার কথা জানান। হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়ন ত্রিপুরা ডাক্তারের অবহেলায় শ্রমিকের মৃত্যু হয়নি বলে দাবি করেন।

এই পাতার আরো খবর
up-arrow