শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ময়মনসিংহে লরি-অটো সংঘর্ষ শিক্ষক দম্পতিসহ নিহত ৩

নরসিংদীতে দুই চিকিৎসক

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় লরি-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিক্ষক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে দুই চিকিৎসকসহ তিনজন, লালমনিরহাটে দুজন এবং রাজশাহী ও চট্টগ্রামে একজন করে নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ময়মনসিংহের মুক্তাগাছায় মালবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিক্ষক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। উপজেলার মুক্তাগাছা-জামালপুর সড়কের কুড়িপাড়ায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার পলাশতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, তার স্ত্রী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা ও মুন্সীগঞ্জের খাইরুল ইসলাম। আহতদের অবস্থা আশঙ্কাজনক। নরসিংদী : মাইক্রোবাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ছয় যাত্রী। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. কলিমুল্লাহ, গাইনি বিশেষজ্ঞ স্মৃতিকণা ও মাইক্রোচালক মিজান। রাজশাহী : নগরীর চৌদ্দপাই এলাকায় গতকাল ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সায়ান নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন সায়ানের বাবা মজনু ও মা শাহীনাসহ পাঁচজন। হতাহতদের বাড়ি কাপাশিয়া এলাকায়। লালমনিরহাট : কালীগঞ্জের চৌধুরীর মোড়ে বৃহস্পতিবার রাতে অটোরিকশার ধাক্কায় নাজিম উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নাজিম উপজেলার শ্রুতিধর গ্রামের মহির উদ্দিনের ছেলে। এদিকে গতকাল সদর উপজেলার খেদাবাগে ট্রাকচাপায় নিহত হয়েছেন নিখিল নামে এক পথচারী। চট্টগ্রাম : বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে গতকাল বাস-মাইক্রোবাস-রাইডারের ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন বিদেশিও রয়েছেন।

সর্বশেষ খবর