শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

নাটোরে পাল্টাপাল্টি হামলা ১৫ বাড়ি ভাঙচুর লুটপাট

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামে ইউপি নির্বাচনের জের ধরে হামলা-পাল্টা হামলা হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে ১৫টি বাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে চলে ওই তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন সন্ধ্যায় ধারাবারিষা বাজারে আওয়ামী লীগের পরাজিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসানের সমর্থকরা নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থক নিজামউদ্দিনকে মারপিট করেন। এ খবর ছড়িয়ে পড়লে মতিনের লোকজন উদবাড়িয়া গ্রামে মেহেদী হাসানের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ১২টি বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায়। পরে হাসানের সমর্থকরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালায় মতিনের তিন সমর্থকদের বাড়িঘরে। এ সময় দুটি গরু ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মাল লুট করা হয়। ঘটনার পর পুলিশি অভিযান ও ফের প্রতিপক্ষের হামলার আশঙ্কায় উদবাড়িয়া গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনার জন্য আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থী একে অপরকে দায়ী করছেন। গুরুদাসপুর থানার ওসি জানান, ইউপি নির্বাচনের জেরে হামলা, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ খবর