Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ জুন, ২০১৬ ০০:০২
ফরিদপুরে নিখোঁজ বৃদ্ধার লাশ মিলল সেটিক ট্যাংকে
প্রতিদিন ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে বৃদ্ধার লাশ। জয়পুরহাট ও পাবনায় খুন হয়েছেন দুই গৃহবধূ। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ, পিরোজপুর ও চুয়াডাঙ্গায় পাওয়া গেছে আরও তিনজনের লাশ। প্রতিনিধিদের খবর— ফরিদপুরের বোয়ালমারীতে লাশ উদ্ধার হওয়া বৃদ্ধা সানোয়ারার স্বামী ধলা মিয়া জানান, মঙ্গলবার বিকালে তিনি সৈয়দপুর বাজারে যান। বাজার থেকে রাত ১০টার দিকে ফিরে স্ত্রীকে খুঁজে পাননি। এর পর থেকে সানোয়ারা নিখোঁজ ছিলেন। ছেলে মজনু জানান, বাড়ির পাশে খড়ের গাদার নিচে রক্তমাখা কাঁথা দেখতে পান তারা। বৃহস্পতিবার রাতে সন্দেহবশত ঘরের পাশে ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের ঢাকনা খুললে সেখানে মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। জয়পুরহাট : আক্কেলপুর উপজেলার তিলকপুরে লাবণী নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল সকালে এ হত্যার ঘটনা ঘটে। জড়িত অভিযোগে স্বামী আবুল কালাম, শাশুড়ি হাসনাহেনা এবং ননদ লাকী ও নাজমাক আটক করেছে পুলিশ। পিরোজপুর : কাউখালী উপজেলায় নিখোঁজের দুই দিন পর ইয়াছিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াছিনের বাড়ি উপজেলার আইরন এলাকায়। এছাড়া চুয়াডাঙ্গার সদরের দৌলাতদিয়াড় গ্রামে খুশি নামে এক কিশোরী বধূ ও পাবনার ফরিদপুর উপজেলায় হিমু নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow