Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৫ জুন, ২০১৬ ০০:০৫
বাউফলে স্কুলছাত্রকে পিটিয়ে জখম
বাউফল প্রতিনিধি

বাবার কাছে দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে ছেলে মো. আমিনুল ইসলাম সাগর (১৪) নামে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত সাগরকে গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাগর উপজেলার বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুমনের (২৫) নেতৃত্বে ৫-৬ জন তরুণ বৃহস্পতিবার দুপুরে সাগরকে আটক করে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ নেতা মো. সুমন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চুরির উদ্দেশ্যে তার এক চাচার ঘরের দোতলায় লুকিয়ে ছিল সাগর। এ কারণে স্থানীয়রা সাগরকে আটক করে মারধর করেছে।’ এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই পাতার আরো খবর
up-arrow