শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পীরগঞ্জ পৌরসভার যাত্রা শুরু

প্রশাসক নিয়োগ এবং পরিচালনা কমিটি গঠনের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো রংপুরের পীরগঞ্জ পৌরসভার। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌরসভার কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসকসহ ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। ইউএনও এস এম মাজহারুল ইসলাম জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি পৌরসভার কার্যক্রম পরিচালনা করবেন।

—নিজস্ব প্রতিবেদক, রংপুর

 

সোনার বারসহ আটক

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে ৬ পিস সোনার বারসহ আফতাবুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত সংলগ্ন মজুমদারের খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

—সাতক্ষীরা প্রতিনিধি

 

মেহেরপুরে ট্রাফিক ব্যবস্থা

ঈদুল ফিতর উপলক্ষে জেলা শহরের প্রধান সড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে মেহেরপুর পৌরসভার উদ্যোগে ও ট্রফিক পুলিশের সহযোগিতায় বিএনসি ও রোভার সদস্যদের দিয়ে ট্রাফিক ব্যবস্থা শুরু হয়েছে। পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু বুধবার এর উদ্বোধন করেন।

—মেহেরপুর প্রতিনিধি

 

বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণের শিকার

চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নাবালিকাকে (১৪) ধর্ষণ করেছে দুই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে শহরের ভাণ্ডারিয়া মাঠে এ ধর্ষণের ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

—চুয়াডাঙ্গা প্রতিনিধি

 

জামায়াত নেতা গ্রেফতার

নাশকতাসহ একাধিক মামলায় পাবনার সাঁথিয়া থানা জামায়াতের আমির আবদুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় স্থানীয় কাঁচাবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

—পাবনা প্রতিনিধি

 

বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাড়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে হোসাইন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবদুল

হামিদের ছেলে।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

 

ময়মনসিংহে আসামির মৃত্যু

ময়মনসিংহে পুলিশের হাতে আটক প্রান্তচন্দ্র দে (২০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ৮টায় তার মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে থানায় আনলে সে বুকে ব্যথা অনুভব করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। —ময়মনসিংহ প্রতিনিধি

 

ছিনতাইকৃত ট্রাক উদ্ধার

ধামরাইয়ের কচমচ এলাকা থেকে ফ্রেশ কোম্পানির ৩২০ বস্তা চিনিসহ একটি ট্রাক ছিনতাই হয়। শুক্রবার ভোরে ধামরাই থানা পুলিশ ওই ট্রাকটি মানিকগঞ্জের সিংগাইর থেকে উদ্ধার করলেও ট্রাকে থাকা চিনির হদিস করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আলী জানান, চিনি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।—ধামরাই প্রতিনিধি

 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের ইফতার

শহরের জুবলী রোডে গতকাল মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে ইফতারে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাজী দীপু, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর প্রমুখ। এদিকে মুন্সীগঞ্জ এ্যাপেক্স ক্লাবের পক্ষে গরিবদের মাঝে কাপড় ও রিকশা চালকদেরকে রেইন কোর্ট বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ ইমনের সভাপতিত্বে ফারদিনা লাবলু ঐশীসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে গতকাল অজ্ঞাত পরিচয় নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ১০০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

সংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া  ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ। সভায় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে সঙ্গে নিয়ে এ ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।’

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর