রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

ইউপি সদস্যকে মারধর গর্ভের সন্তান নষ্ট

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুতের অতিরিক্ত টাকা উত্তোলনের প্রতিবাদ করায় মহিলা ইউপি সদস্য ও তার ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্যের গর্ভে থাকা তিনমাসের সন্তান নষ্ট হওয়ার দাবি করেন। এ ব্যাপরে নালিতাবাড়ী থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া থেকে গেদালুপাড়া পর্যন্ত দুই কিলোমিটারে পল্লী বিদ্যুতের ১১৪ জন গ্রাহকের কাছ থেকে ৬৫০ টাকার স্থলে দ্রুত সংযোগের কথা বলে ইউপি সদস্য মো. আবদুল জলিল, তার ভাই দুলাল মিয়াসহ কয়েকজন ৫ হাজার টাকা উত্তোলন করেন। বিদ্যুৎ উদ্বোধনের জন্য গ্রাহকদের কাছে আরও ১ হাজার টাকা দাবি করা হয়। গ্রাহকরা মহিলা ইউপি সদস্য ফেরদৌসী বেগমকে অবহিত করেন। তিনি বৃহস্পতিবার  এলাকার সংসদ সদস্য কৃষিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি গোলাম কিবরিয়াকে লিখিতভাবে অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল জলিল, দুলাল মিয়া বৃহস্পতিবার রাত ৯টার সময় কেরাঙ্গাপাড়া এলাকায় ফেরদৌসীর ছোট ভাই শহিদুল ইসলাম ও ফজলুল হককে মারধর করেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে বাচ্চা নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে মারপিটের ঘটনায় কি না সে ব্যাপারে গাইনি বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.ফসিহুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর