রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

বৃষ্টিতে সার নষ্ট

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে গোডাউনের বাইরে থাকা শত শত বস্তা ইউরিয়া সার নষ্ট হয়ে গেছে। গোডাউনের বাইরে ৭ হাজার বস্তা সার ছিলো বলে জানা গেছে। গোডাউন কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কৃষকের চাহিদা পূরণে জেলা সদরের শিবগঞ্জ বাফার গোডাউনে সার রাখা হয়। অতিরিক্ত সার রাখতে হয় খোলা আকাশের নিচে।  জানা যায়, গোডাউনের ধারণ ক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন। আর সার মজুত রয়েছে প্রায় ২২ হাজার মেট্রিক টন। এর মধ্যে বাইরে আছে প্রায় ৭ হাজার মেট্রিক টন সার। সদর উপজেলার শিবগঞ্জ বাফার গোডাউনের সহকারী ব্যবস্থাপক গোলাম মোস্তফা শিকদার জানান, টানা বৃষ্টির  কারণে সারগুলো নষ্ট হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর