রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

বাংটুর ঘাট বাঁধে ধস

কুড়িগ্রাম প্রতিনিধি

গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী ও চরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় ৫০০ হেক্টর জমির সবজি খেত পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ধরলার পাড় বাংটুর ঘাট বাঁধের প্রায় ৩০ মিটার ধস নেমেছে। গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৬০ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৫৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ খবর