রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

পুলিশের ‘সাবধান’ লিফলেট

লাকসাম প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়কে অভিনব কায়দায় যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা রোধে জেলা পুলিশের সচেতনতামূলক ‘সাবধান’ নামক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চাঁদুপর রেলগেট  ও বাইপাস এলাকায় লাকসাম থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী এ লিফলেট বিতরণ করেন। পুলিশ জানায়, ইদানীং সড়ক মহাসড়ক ও আঞ্চলিক সড়কে রাতের বেলায় ডাকাতেরা অভিনব কায়দায় গাড়ির চাকায় পাথর, মোটা রডের টুকরো মেরে বিকট আওয়াজ করাচ্ছে, কিংবা চাকা পাঙচার করে দিচ্ছে। এরপর গাড়ির চালকরা গাড়ি থামালেই ডাকাতদল অতর্কিত হামলে পড়ছে। তাই ‘সাবধান’ লিফলেটে এ ধরনের শব্দে গাড়ি না থামানোর অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এ ধরনের সমস্যা দেখা দিলে চালক যেন সড়কের পাশে হাটবাজার অথবা আলোকিত স্থানে গাড়ি থামিয়ে চেক করেন। এ ছাড়াও লিফলেটে নিকটস্থ থানাসহ দায়িত্বপ্রাপ্ত সংস্থার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর