সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ইউপি নির্বাচনী সহিংসতায় ঝরলো আরও এক প্রাণ

এ নিয়ে নিহত ১৪৪

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ইউপি সদস্য শওকত মাতুব্বর (৬০) গতকাল ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ইউপি নির্বাচনে সহিংসতায় ১৪৪ জনের মৃত্যু হলো। শওকত মাতুব্বরের মৃত্যুর সংবাদে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর থানার পক্ষ থেকে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে ১৬ এপ্রিল আওয়ামী লীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হন। এতে আহত হন অন্তত ১০ জন। এ সময় অর্ধশতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই দিন সংঘর্ষে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শওকত মাতুব্বর গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা হয়। এর একটি মামলায় তাকে গ্রেফতার করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শওকত মাতুব্বর গতকাল ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে মারা যান। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শওকত মাতুব্বরের স্ত্রী এলিজা বেগম বাদী হয়ে ১৭ এপ্রিল ৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ইউপি সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনী সহিংসতায় মোস্তফাপুর ইউনিয়নে দুজনসহ মাদারীপুর জেলায় মোট পাঁচজন নিহত হন।

সর্বশেষ খবর