সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ভিজিএফের চাল চুরি

বরগুনা প্রতিনিধি

বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানের ভাই জাহিদ খন্দকার ও চৌকিদার সাইফুল ইসলামকে ভিজিএফের ১১ বস্তা চাল চুরির সময় হাতেনাতে আটক করেন স্থানীয়রা। শনিবার রাতে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে চাল নেওয়ার সময় তাদের আটক করা হয়। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দের চাল ছিল এগুলো। স্থানীয়রা জানান, শনিবার রাতে মেম্বর, চেয়ারম্যানের চাচাতো ভাই ও চৌকিদার ইউপির গুদাম থেকে ১১ বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় জনতা তাদের ধরে ফেলেন। একপর্যায়ে মেম্বার জোর করে চাল তার বাড়ি নিয়ে যান। এ বিষয়ে ইউপি সদস্য বলেন, ‘ভিজিএফের চাল ওয়ার্ডে বসে দেওয়ার জন্য নিয়েছি। রাতে এভাবে চাল নেওয়া আমার অপরাধ হয়েছে।’ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান খন্দকার আশশাকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জেলা প্রশাসক ড. বশিরুল আলমকে জানালে তিনি ইউএনওকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর