সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৯

প্রতিদিন ডেস্ক

মাগুরা ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া রংপুর, ফরিদপুরের বোয়ালমারী ও কুমিল্লার দাউদকান্দিতে মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— যশোর : যশোর-মাগুরা সড়কের পুলেহাটে গরুবোঝাই নসিমনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন গরু বেপারি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ইসহাক, লাল্টু ও জাহাঙ্গির। ইসহাক ও লাল্টু মাগুরা শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের আহম্মেদ পাটোয়ারির ছেলে। আর জাহাঙ্গিরের বাড়ি ওই উপজেলার হাজামবাড়ি গ্রামে। দুর্ঘটনায় নসিমনে থাকা চারটি গরুও মারা গেছে। টাঙ্গাইল : ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লায় শনিবার দিবাগত রাতে বাস-ট্রাকের সংঘর্ষে আলমগীর নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতের বাড়ি চাপাইনবাগঞ্জ বলে জানা গেছে। এদিকে একই স্থানে ঢাকাগামী ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে কালিহাতী উপজেলার আল আমীন ও হরি চন্দ্র নামে দুজনের মৃত্যু হয়। রংপুর : নগরীর তাজহাট মোড়ে ট্রাকচাপায় আঁখি খাতুন নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী মারা গেছে। সে পাটবাড়ি এলাকার আবুল হোসেনের মেয়ে। বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীর স্টেশন রোডে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় নয়ন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির মাইজপাড়ায় মালবোঝাই ট্রাকের পেছনে মাইক্রোর ধাক্কা লেগে এর যাত্রী ফরিদ নিহত হয়েছেন। তার বাড়ি তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামে।

সর্বশেষ খবর