সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ইসি কমিটির বরকল পরিদর্শন

রাঙামাটি প্রতিনিধি

৪ জুন অনুষ্ঠিত রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে  ব্যাপক জালভোটসহ অনিয়মের অভিযোগ তদন্তে বরকল পরিদর্শন করে এসেছে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটি।

রবিবার এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন সকালে ভূষণছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোটহরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি সরেজমিন গিয়ে প্রত্যক্ষ করেন। পরে বরকল উপজেলা সদরে গিয়ে উপজেলা নির্বাচন অফিসে অভিযোগকারী ও অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের সমর্থক, পোলিং এজেন্ট, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাদের সাক্ষ্য নেন তদন্ত কর্মকর্তা আব্দুল বাতেন। ওই সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, বরকল উজেলা নির্বাচন কর্মকর্তা সুচমিকা চাকমা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর