সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

র‌্যাব-১১ এর ইফতার

র‌্যাব-১১ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর সদর দপ্তরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন র‌্যাবের মহা-পরিচালক বেনজীর আহমেদ। অন্যদের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খাঁন, র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার (ট্যাজ) গোলজার হোসেন, এএসপি আলেপ উদ্দিন, নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলার  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

পেশাজীবী পরিষদের মানববন্ধন

দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য এবং গুপ্তহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ। রবিবার নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির সামনে মানববন্ধনটি হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দীপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, অধ্যক্ষ মমতাজ উদ্দিন মোর্তুজা, অ্যাড. মাসুদ উর রউফ, অ্যাড. হাবিব আল মুজাহিদ পলু, মশিউর রহমান আকন্দ প্রমুখ।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

গাজীপুরে চার প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর, পচা, বাসি খাবার সংরক্ষণ করার দায়ে গাজীপুরের চারটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তারের নেতৃত্বে রবিবার কোনাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এদিকে একই অভিযোগে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় বাবুল ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে কর্মচারী সোহেলকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

—গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডাকঘরে চুরি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমীর ডাকঘরে চুরি হয়েছে। চুরির ঘটনায় রবিবার ওই ডাকঘরের সাব পোস্ট মাস্টার রহিজ উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার গেছে।

—কালিয়াকৈর প্রতিনিধি

গোপালগঞ্জে কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার

গোপালগঞ্জে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে গতকাল ইফতার  মাহফিল হয়েছে। শহরের সিসিয়ান চাইনিজ রেস্টুরেন্টে ইফতারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, সিএমএমইউর নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক মিয়া,  কিং ব্র্যান্ড সিমেন্ট বরিশাল বিভাগের বিক্রয় ব্যবস্থাপক কবির আহম্মেদ, মাদারীপুর জেলার এরিয়া ম্যানেজার সুমন চন্দ্র কর, গোপালগঞ্জ জেলার টেরিটরি এক্সিকিউটিভ মো. আসলাম খান প্রমুখ অংশ নেন।

—গোপালগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর