সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

মূল্য তালিকা নেই প্রতারিত ক্রেতা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের জমে উঠেছে ঈদের বাজার। বস্ত্র বিপণিগুলোতে মালিক ও কর্মচারিদের ব্যস্ততা এতই বেড়ে গেছে যে, তারা কোনো ফুরসত পাচ্ছেন না। হিমশিম খাচ্ছেন ক্রেতা সামলাতে। রমজানের প্রথম দিন থেকে ১৫ রমজান পর্যন্ত ঈদের বাজার তেমন জমে না উঠলেও ১৭ রমজানের পর থেকে ঈদের বাজারে কেনাকাটার ধুম পড়েছে। যা তাদের সাধ্যের মধ্যে কোনো কিছু কিনতে পারছেন না। বাধ্য হয়ে তারা ফুটপাতের দোকানগুলোতে ছুটছেন। দিনাজপুরসহ বিভিন্ন উপজেলায় একই অবস্থা। কাপড়ের দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ থাকলেও এসব দোকানে কোনোটিতে মূল্য তালিকা নেই। তালিকা টানানোর জন্য তথা যৌক্তিক মূল্যে কাপড় বিক্রির কোনো নির্দেশও নেই। এ সুযোগটি কাজে লাগিয়ে ক্রয় মূল্যের ৫ থেকে ১০ গুণ বস্ত্র বিক্রির নামে ক্রেতাদের গলা কেটে নেওয়া হচ্ছে। এভাবে প্রতিনিয়ত প্রতারণাকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কোনো অভিযান নেই, আইনানুগ ব্যবস্থা নেই। সরকারি চাকুরে ক্রেতা মাহবুব আলী বলেন, এসব বস্ত্র দোকানদারের বিরুদ্ধে কখনো  কোনো অভিযান পরিচালিত হয়নি। লাগামহীনভাবে এরা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।

সর্বশেষ খবর