মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা
চিনির সঙ্গে সরিষার তেল

মীর গ্রুপকে ২২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রমজানে চট্টগ্রামের কিছু অসাধু ব্যবসায়ী গ্রুপ সাধারণ মানুষের পকেট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে নানা কৌশল অবলম্বন করছে। এ রকম এক কৌশল ধরা পড়েছে খাতুনগঞ্জে চিনির কারবারে। মানুষকে চিনির সঙ্গে ‘ইবনাত সরিষার তেল’ কিনতে বাধ্য করায় ভ্রাম্যমাণ আদালত মীর গ্রুপকে গতকাল আবারও ২২ লাখ টাকা জরিমানা করেছেন। এর আগেও এই গ্রুপকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। সোনাগাঁয়ে সেমাই কারখানায় অভিযান : নারায়ণগঞ্জ প্রতিনিধি  জানান, সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে এবি ফুড ও এসএসএম ফুড এন্ড বেভারেজ কোম্পানি নামে দুটি সেমাই কারখানায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও নকল সিল ব্যবহার করায় কারাখানা দুটিকে জরিমানা করা হয়। এছাড়া ভেজাল সেমাই ধ্বংস করা হয়। ওষুধ কারখানা সিলগালা :  গাজীপুর প্রতিনিধি জানান, সিটি কর্পোরেশনের পশ্চিম বিলাশপুর এলাকায় সেফটি হেলথ নামক এক অবৈধ ওষুধ কারখানার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানাকে সিলগালা করে দেওয়া হয়।

সর্বশেষ খবর