Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৭ জুন, ২০১৬ ২৩:৫৪
৯ দেশের প্রতিনিধি ঘুরে দেখছেন বাগেরহাট
বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আমন্ত্রণে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশের পর্যটন-বিষয়ক প্রতিনিধিরা এ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলো ঘুরে দেখছেন। এই ভ্রমণের অংশ হিসেবে ১৪ সদস্যদের এই প্রতিনিধিদলটি রবিবার থেকে দুই দিনের সফরে বাগেরহাট এসেছে। প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্র, চীন, নেপালসহ নয়টি দেশের ট্যুর অপারেটররা রয়েছেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ঘোষিত ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাটে এসে প্রতিনিধিদলটি গতকাল সকালে যায় ষাটগম্বুজ মসজিদে। দিনভর বাগেরহাটে অবস্থানকালে প্রতিনিধিদলের সদস্যরা ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগম্বুজ মসজিদসহ তৎকালীন ‘খলিফাবাদ’ নগর রাষ্ট্রের প্রতিষ্ঠাতা খান-উল-আযম উলুম খান-ই-জাহানে মাজার এবং তার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এই পাতার আরো খবর
up-arrow