মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

পরাজিত প্রার্থীর হুমকি আতঙ্কে ৩৫ পরিবার

গাইবান্ধা প্রতিনিধি

পরাজিত প্রার্থীর হুমকি আতঙ্কে ৩৫ পরিবার

গাইবান্ধার সাদুল্যাপুরের ভাতগ্রাম ইউপির পরাজিত মেম্বার প্রার্থী রওজা প্রামাণিকের অব্যাহত হুমকিতে টিয়াগাছা গ্রামের ৩৫টি পরিবার আতঙ্ক ও নিরাপত্তহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ভয় ও আতঙ্কে হাট-বাজারেও যেতে পারছেন না। সবশেষ গত রবিবার রওজা প্রামাণিক শেফালি রানী নামে এক নারীকে মারপিট করে আহত করেন। তিনি বর্তমানে সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। টিয়াগাছা গ্রামের কার্তিক চন্দ্র জানান, গ্রামে বসবাসরত ৩৫ পরিবারের লোক পেশায় মত্স্যজীবী। গত ৭ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভাতগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে পরাজিত হন রওজা প্রামাণিক।  এরপর হিন্দুরা তাকে ভোট দেয়নি এমন অভিযোগ করে বিভিন্ন সময়ে গ্রামের লোকজনকে হুমকি দিচ্ছেন। এমনকি অনেকের উপর চালিয়েছেন নির্যাতন। গ্রামের নরেশ চন্দ্র জানান, রওজা প্রামাণিক তার বসতবাড়িতে হামলা চালিয়ে স্ত্রীকে মারপিট করে। এতে তার স্ত্রী শেফালী রানী আহত হয়ে হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় তিনি সাদুল্যাপুর থানায় রওজা ও তার স্ত্রী মিরা বেগমকে আসামি করে মামলা করেছেন। মামলার করার পরও হুমকি অব্যাহত রেখেছেন রওজা প্রামাণিক। সাদুল্যাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রভাত চন্দ্র অধিকারী জানান, ভোটে পরাজিত হওয়ায় রওজা প্রামাণিকের হুমকিতে গ্রামের সংখ্যালঘু পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে একরকম অবরুদ্ধ জীবন যাপন করছেন। অনেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অভিযোগের বিষয়ে রওজা প্রমাণিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। সাদুল্যাপুর থানার সেকেন্ড অফিসার মাহাবুব আলম জানান, শেফালি রাণীকে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। রওজা প্রামাণিককে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া বিষয়ে অবহিত হয়েছি।

সর্বশেষ খবর