শিরোনাম
মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

সিন্ডিকেটের দখলে চিনির বাজার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সিন্ডিকেটের কাছে জিম্মি চিনির বাজার। তারাই দাম নিয়ন্ত্রণ করছেন। নানা অজুহাতে দাম বাড়িয়ে চলেছেন। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও চিনির দাম খোলাবাজারে এখন ৬২ টাকা। জেলায় হঠাৎ চিনির দাম কেজিতে ১০/১২ টাকা বেড়ে গেছে। দশ দিন আগেও এখানে চিনি বিক্রি হয়েছে ৫২-৫৪ টাকায়। এখন ৬২-৬৬ টাকা। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় তাদেরও বেশি দামে চিনি বিক্রি করতে হচ্ছে। তবে রমজানের আগে হঠাৎ চিনির দাম বেড়ে যাওয়ায় অসহায় সাধারণ মানুষ। জানা যায়, ঠাকুরগাঁও চিনিকলে বর্তমানে চিনি মজুদ আছে পাঁচ হাজার মেট্রিক টন। চিনি কলের পাইকারি ডিলার ৬৫৩ জন। অপরদিকে ঠাকুরগাঁও চিনিকল তার ডিলারদের কাছে ৪৮ টাকা খোলা ও ৫২ টাকা প্যাকেট কেজি দরে চিনি বিক্রি করছে। প্রত্যেকের জন্য এক টন করে চিনি বরাদ্দ রয়েছে। শহরের হাজিপাড়ার বাসিন্দা সামসুল ইসলাম জানান, ১০ দিন আগে তিনি কালিবাড়ি বাজার থেকে ৫২ টাকা কেজি দরে দুই কেজি দেশি চিনি কিনেছেন। গত সোমবার একই দোকানে প্রতি কেজি চিনির দাম ৬০ টাকা শুনে একটু অবাক হয়েছেন। অথচ আমাদের চিনিকলে অনেক চিনি নষ্ট হচ্ছে।

সর্বশেষ খবর