মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

বাড়িঘরে ভাঙচুর আগুন নিরাপত্তা দাবি

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার শ্রীকোল গ্রামে নির্বাচনী সহিংসতায় নিহতের পরিবারের পক্ষ থেকে মিথ্যা হয়রানিমূলক মামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের লোকজন সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল দুপুর ১২টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল গ্রামের আবদুল আলিম। তিনি জানান, সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যেই তার চাচা মোতাহার হোসেন, সাইফুল, আলাই, রমজান, আক্কাছ ও শাহিনের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিবারের লোকজন আদৌ জড়িত নন। তারপরও  মামলায় আইনগতভাবে যেটা হয় তারা তা মেনে নেওয়ায় প্রস্তুত রয়েছেন। কিন্তু মামলার পর থেকে বাদী পক্ষের সন্ত্রাসী রেজা মৃধা, এবাদত, মতিন, আমিরুল, বিলাত, ফাইভ স্টার মমিন, রাজাই ও ওয়াজেদ ২০ মে রাতে সংঘবদ্ধভাবে এসে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে। আগুনে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ সময় তার চাচা খলিলকে বেদম মারপিট করে এবং মা-বোনদের অশ্লীল ভাষায় গালাগাল করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হত্যা করবে বলে হুমকিও দেওয়া হয়। বাজারের ৫/৬টি দোকান বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।  সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো তাদের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সর্বশেষ খবর