মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

জমি দখল নিতে সন্ত্রাসী হামলায় আহত ১০

মামলা হলেও আসামি ধরছে না পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত শুক্রবার খয়খাট পাড়া গ্রামে। এ ঘটনায় ওই দিনই তেঁতুলিয়া থানায় মামলা হলেও এখনও আসামিরা ধরা পড়েনি।

পুলিশ ও এলাকাবাসী জানান, খয়খাট পাড়ার ইউসুফ আলী ৫০-৬০ বছর ধরে নিজের ২৫ শতক জমিতে আবাদ করে আসছিলেন। হঠাৎ এই জমি নিজেদের দাবি করে গত বৃহস্পতিবার রাতে গাছ রোপণ করেন একই গ্রামের আইনুল হক। ঘটনা জেনে পরদিন ইউসুফ আলী ও পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপর লাঠি ও ছুরি নিয়ে অতর্কিতে হামলা চালায় আইনুলের লোকজন। এ ঘটনায় ইউসুফ আলীসহ ১০ জন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ওই দিনই তেঁতুলিয়া থানায় মামলা করে ইউসুফ আলীর ছোট ভাই ইয়াকুব। এদিকে আসামি আইনুল হক নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়ে উল্টো ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছেন বলে জানা গেছে। তেঁতুলিয়া থানার ওসি সরেস চন্দ্র জানান, মামলা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকতা এসআই রণজিৎ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার তিন দিন হলেও কেন আসামিদের ধরা হচ্ছে না এ ব্যাপারে কোনো জবাব দিতে পারেননি তিনি।

সর্বশেষ খবর