মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ঈদ বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে ঈদের বাজার নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। ফলে স্বস্তি ফিরেছে ঈদবাজারে। চড়া দামের গরম বাজার এখন প্রায় ঠাণ্ডা।  জানা গেছে, রাঙামাটি শহরে চড়াদামে কাপড় বিক্রির অভিযোগের ভিত্তিতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে। জেলা প্রশাসক সমাসুল আরেফিনের নির্দেশে প্রায় প্রতিদিনই চলছে মোবাইল কোর্ট অভিযান। অভিযানে বেশ কয়েকটি দোকানে ৫৫০ টাকার শার্ট ১ হাজার ৮৫০ টাকা, ৩ হাজার ২০০ টাকার শাড়ি সাড়ে ৬ হাজার টাকা, ১ হাজার ৫০০ টাকার থ্রিপিস সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি দামের স্টিকার লাগানো দেখে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে তিনদিন মধ্যে সঠিক দামের স্টিকার ব্যবহার করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর