বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

পুলিশ সদস্যের বিচার দাবিতে লরি শ্রমিকদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা-আশুগঞ্জ আঞ্চলিক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ তিন শ্রমিক নেতা পুলিশের ধাওয়ায় নিহত হওয়ার প্রতিবাদে গতকাল আশুগঞ্জে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। এছাড়া সারা দেশে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন। সোমবার দিবাগত রাতে নেতা-কর্মীরা এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা-আশুগঞ্জ আঞ্চলিক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আলী আজম রাজু ও সদস্য শাহজাহান মিয়া সোমাবার দুপুরে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল ‘চাঁদাবাজি’র উদ্দেশ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় পাথরবোঝাই একটি ট্রাক থামার সংকেতে দেয়। ট্রাকটি না থামলে এক পুলিশ সদস্য তার হাতের লাঠি ছুঁড়ে মারলে লাঠিটি ট্রাকের সামনে থাকা মোটরসাইকেলের চাকায় আটকে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ওই ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিন শ্রমিক নেতা।

সর্বশেষ খবর