বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

এক লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১৩

প্রতিদিন ডেস্ক

গাজীপুর, সিরাজগঞ্জ ও কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার আনুমানিক মূল্য চার কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এ সময় আটক করা হয়েছে ১৩ জনকে। সোমবার রাত ও গতকাল সকালে এ অভিযান চালানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর— গাজীপুর : জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, কক্সবাজার থেকে একটি পিকআপে সোমবার রাতে পান নিয়ে আসছিল কয়েকজন। গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল মীরের বাজার এলে পুলিশ গাড়িটি তল্লাশি করে পানের খাঁচার মধ্যে লুকিয়ে রাখা সাড়ে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ ও তিনজনকে আটক করে। সিরাজগঞ্জ : সদর উপজেলার কড্ডার মোড়ে ভাই ভাই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৩ হাজার পিস ইয়াবা ও নগদ সোয়া লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৮২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় আটক করা হয়েছে মজিদ ওরফে ইয়াবা মজিদ ও তার ছয় সহযোগীকে। সোমবার রাতে র‌্যাব-১২ টাঙ্গাইল ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। টেকনাফ : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই হাজার ৫৭৬ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

সর্বশেষ খবর