বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

চাঁপাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে মিশুকের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। ফরিদপুর, সিরাজগঞ্জ ও বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও পাঁচজন। মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন ১০ যাত্রী। প্রতিনিধিদের পাঠানো খবর—

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে গতকাল ট্রাকের সঙ্গে মিশুকের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী সেরিনা বেগম, তার ছেলে ইমন ও একই গ্রামের মাহবুবের স্ত্রী জাকেরা বেগম। সেরিনা ঘটনাস্থলে এবং ইমন ও জাকেরা রাজশাহী মেডিকেলে মারা যান। নিহত সবাই মিশুকের যাত্রী ছিলেন। ফরিদপুর : মধুখালী ও নগরকান্দায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ও ট্রাকের চালক-হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন। নিহতরা হলেন— মধুখালী উপজেলার দিঘলিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে কলেজছাত্র মিশাল মিয়া, ট্রাকচালক উজ্জল ফকির ও হেলপার বাবুল মোল্যা। সিরাজগঞ্জ : এনায়েতপুরে রাস্তা সংস্কারের জন্য ফেলে রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে মারা গেছেন এর চালক ইলিয়াস। এ সময় তার বাবা কাপড় ব্যবসায়ী আবুল হোসেন গুরুতর আহত হন। সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের আজুগড়া এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। আমতলী : আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে গতকাল বাসচাপায় সুমন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর