বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

রংপুর সিটি ও ছয় পৌরসভার বাজেট

প্রতিদিন ডেস্ক

রংপুর সিটি করপোরেশন এবং ছয় পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার এ বাজেট ঘোষণা করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

রংপুর : রংপুর সিটি করপোরেশনে এবার ৮০১ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ১৫৬ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা বেশি। নগর ভবনে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এ বাজেট ঘোষণা করেন।  বাগেরহাট : বাগেরহাট প্রেসক্লাবে পৌরসভার জন্য ১০৮ কোটি ১৩ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌরমেয়র খান হাবিবুর রহমান। গোপালগঞ্জ : পৌরমিলনায়তনে গোপালগঞ্জ পৌরমেয়র কাজী লিয়াকত আলী ১৪৩ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪৪৬ টাকার বাজেট ঘোষণা করেছেন। ফরিদপুর : স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর পৌরসভার জন্য ৩২০ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার টাকার বাজেট পেশ করেন মেয়র শেখ মাহতাব আলী মেথু।  সারিয়াকান্দি : বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ১১ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৩৭৫ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আলমগীর শাহী সুমন। বেনাপোল : নতুন করারোপ ছাড়াই বেনাপোল পৌরসভা ৮২ কোটি ৯ লাখ ২৪ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আশরাফুল আলম লিটন। পার্বতীপুর : পার্বতীপুর পৌরসভার প্রায় ১১ কোটি টাকার বাজেট ঘোষণা করেন মেয়র এজেডএম মেনহাজুল হক।

সর্বশেষ খবর