শিরোনাম
বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

এক পলক

টাঙ্গাইলকে মাদকমুক্ত করার ঘোষণা

টাঙ্গাইল জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল আয়োজিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী পরিচালক আলী হায়দার রাসেল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার সিভিল সার্জন, এএসপিসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং শিক্ষক-সাংবাদিকসহ অন্যান্য নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।—টাঙ্গাইল প্রতিনিধি

জরিমানা

গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালীর দেশীপাড়া এলাকায় খিদমা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই প্রস্তুত করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: রেবেকা সুলতানার নেতৃত্বে আদালত পরিচালিত হয়। এদিকে জেলার কালীগঞ্জে একই অভিযোগে হোটেলসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন।—গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর