শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা

নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ ও রেজিস্ট্রি দলিলমূলে হস্তান্তরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। এছাড়া বাদীর পরিবারকে হুমকিসহ পৌত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের ভয় দেখানো হচ্ছে। অভিযুক্ত ব্যবসায়ী হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফরিন নুসরাত মিশার বাবা সিরাজগঞ্জ শহরের জুবলী বাগান মহল্লার আবুল কালাম আজাদ মতি। বাদী মতির ভাতিজা নিবির জানান, দাদার সম্পত্তি ভাগাভাগি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় আদালতের শরণাপন্ন হন তিনি। আদালত বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থানে ভবন নির্মাণ, জমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন। চাচা নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে ভবন নির্মাণ করে সম্প্রতি রেজিস্ট্রিমূলে তার স্ত্রীকে দান কবলা করে দেন। এ বিষয়ে মতির সঙ্গে যোগাযোগ করলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো আদালত সম্পর্কে কটূক্তি এবং প্রতিবেদককে গালাগাল ও হুমকি দেন।

সর্বশেষ খবর