Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৯ জুন, ২০১৬ ২৩:৪৪
সেতু ধসে যান চলাচল বন্ধ
লাকসাম প্রতিনিধি
সেতু ধসে যান চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে মালবাহী ট্রাকসহ একটি ঝুলন্ত সেতু ধসে গেছে। এতে লাকসাম-মুদাফফরগঞ্জ-চাঁদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার ওই সড়কের লাকসামের খুন্তায় ডাকাতিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটির ওপর মালবাহী ট্রাকটি পারাপারের সময়  হঠাৎ বিকট শব্দে ধসে যায়। লাকসাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, ব্রিজের পিস পয়েন্ট ফাঁকা হয়ে যাওয়ায় ওই স্থানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সাইনবোর্ড ঝোলানো হয়। তবে বালি ভর্তি ট্রাক এ ব্রিজের ওপর দিয়ে চলাচলের কারণে এটি মেরামতের পরও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

up-arrow