Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ জুলাই, ২০১৬ ০০:১২
ময়মনসিংহে ৩ হাজার অবৈধ সিম জব্দ, আটক ৩
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে অবৈধ প্রায় তিন হাজার মোবাইল সিম এবং ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটকরা হলেন জামালপুরের হুমায়ুন কবীর (২৫) ও রুহুল আমীন (২০) এবং টাঙ্গাইলের জহিরুল ইসলাম। গত বুধবার রাত সোয়া ১১ টার দিকে নগরীর সানকিপাড়া এলাকার নয়নমণি মার্কেটের পেছনের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের তিন সহস্রাধিক সিম, তিনটি মোবাইল, সিম নিবন্ধনের একটি নোটপ্যাড, বেশ কয়েকটি সিপিইউ ও মনিটর উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সানকিপাড়ার একটি ছয়তলা বাসার পাঁচতলা থেকে এসব অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়। এ চক্রটি দীর্ঘদিন যাবত অবৈধভাবে এ ব্যবসা করে আসছিল।

এই পাতার আরো খবর
up-arrow