শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ব্রহ্মপুত্রের চরে দুই দিন আটকা বন্যহাতি

কুড়িগ্রাম প্রতিনিধি

ব্রহ্মপুত্রের চরে দুই দিন আটকা বন্যহাতি

কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পানির তোরে ভারত থেকে ভেসে আসা একটি বন্যহাতি দুই দিন ধরে ব্রহ্মপুত্র নদের চরে আটকা রয়েছে। হাতিটি উদ্ধারের গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার ভারতের শিশুমারা এলাকা থেকে ভেসে আসা হাতিটি বাংলাদেশের অভ্যন্তরে সাহেবের আলগা ইউনিয়নের চরবাগুয়ার চর নামক স্থানে আটকা পরে। বুধবার ফের স্রোতে ভাসতে ভাসতে বর্তমানে খেরুয়ার চরের কাদায় আটকা আছে। ঢাকা সাফারি পার্কের এবং বন্যপ্রাণি সংরক্ষণ রাজশাহীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল দেখে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বন বিভাগের চিলমারী রেঞ্চ কর্মকর্তা ইকবাল হোসেন। অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও হাতিটি উদ্ধার করে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর