Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ জুলাই, ২০১৬ ০০:১৫
যশোরে ভূমি অফিসের সার্ভেয়ার ও গৃহবধূ খুন
নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় ডাকাতের অস্ত্রের আঘাতে খুন হয়েছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। এদিকে, চৌগাছায় স্বামীর কোদালের আঘাতে রমা রানী নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রমা উপজেলার পাতিবিলা গ্রামের সুভাষ দত্তের স্ত্রী। চুয়াডাঙ্গার জীবননগরে সুভাষের মামাবাড়িতে গতকাল এ ঘটনা ঘটে। ঝিনাইদহে ঠিকাদারের লাশ : ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলা শহরের হামদহ কালীমন্দিরের সামনে নিজ অফিস থেকে গতকাল ঝুলন্ত অবস্থায় সোলায়মান হোসেন বিপ্লব নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরের মুন্সি সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, তাকে হত্যা করা হয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

এই পাতার আরো খবর
up-arrow