শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অষ্টগ্রামে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, গুলি

বেগমগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপ

কিশোরগঞ্জ ও নোয়াখালী প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর বাজারে গতকাল দুপুরে আওয়ামী লীগ সমর্থিত দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত ও ১০টি দোকান এবং বাড়িঘরে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান ও চায়না রাইফেলের ফাঁকা গুলি ছুড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আদমপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল মন্নাফ ও সাবেক চেয়ারম্যান ফজলুল করিম বাদলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। তিন ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত শফিক, কুতুবউদ্দিন ও তাহের মিয়াকে পার্শ্ববর্তী হবিগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে আদমপুর বাজারের ১০টি দোকান ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ শটগানের ১২ রাউন্ড ও চায়না রাইফেলের এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজারে ইফতার মাহফিলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বেগমগঞ্জ পুলিশ অভিযুক্ত অজ্ঞাতদের বিরুদ্ধে গতকাল থানায় জিডি করেছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রমজান উপলক্ষে রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রাজগঞ্জ বাজারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের সমর্থক মো. আলী গ্রুপ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ আহমেদ জাবেদের সমর্থক সৌকত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫/২০ জন আহত হয়।  বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজিদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত লোকজনের বিরুদ্ধে থানায় জিডি করেছে।

সর্বশেষ খবর