শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ভরা বর্ষায়ও পানিশূন্য চুয়াডাঙ্গার নদী-নালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভরা বর্ষায়ও পানিশূন্য চুয়াডাঙ্গার নদী-নালা

আষাঢ়েও সরু নালায় পরিণত চুয়াডাঙ্গার ভৈরব নদী —বাংলাদেশ প্রতিদিন

অতিবর্ষণে উত্তরাঞ্চলসহ দেশের কিছু এলাকা যখন প্লাবিত, এমন সময়েও চুয়াডাঙ্গার নদী-নালা, খাল-বিল-বাওড় পানিশূন্য। এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। বৈরি আবহাওয়ার কারণেই এমনটি হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। ফলে সাধারণ মানুষের উঠছে নাভিশ্বাস। জলাশয়গুলোতেও পানি না থাকায় উৎপাদিত মাছের ঘাটতি দেখা দিয়েছে।

চুয়াডাঙ্গা মত্স্য অফিসের হিসাব অনুযায়ী জেলায় ১১ হাজার ২৮৭টি নদী-নালা, খাল-বিল-বাওড় রয়েছে। বর্ষা মৌসুমে এসব জলাশয়ে পর্যাপ্ত পানি থাকলে মত্স্য ও কৃষিক্ষেত্রে অনেক সুবিধা ভোগ করা যায়। অন্য বছর বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে যা বৃষ্টি হয় তাতেই জলাশয়গুলোতে পানি জমে থাকে। এ বছর আষাঢ় মাস চলে এলেও পর্যাপ্ত বৃষ্টি নেই, খাল-বিল-বাওড় তাই পানিশূন্য। ভুক্তভোগীরা জানান, পানির অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে সব শ্রেণির মানুষকে। চাষাবাদে দেখা দিচ্ছে পানি সংকট। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, গত বছর এপ্রিল-মে-জুন মাসে চুয়াডাঙ্গায় যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এ বছর সে তুলনায় বৃষ্টিপাত কম। তাছাড়া, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর পুরোপুরি সক্রিয় না হওয়ায় বৃষ্টিপাত কম হচ্ছে।

সর্বশেষ খবর