শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গরু চোরের কাছে অসহায় তিন গ্রামের মানুষ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে গরু চোর চক্রের কাছের অসহায় হয়ে পড়েছে মশিন্দা ইউনিয়নের সাহাপুর, পৌরসভার আনন্দনগর ও সাহাপুর অংশের মানুষ। বছরে পর বছর চক্রটি কৃষকের হালের বলদ ও খেত থেকে সেচের মোটর চুরি করছে। কিন্তু প্রতিকারে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার জানান, তিনি নতুন যোগদান করেছেন। এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামবাসীর ভাষ্যমতে, গত দুই বছরে ৪০টি গরু, ১৫ ছাগলসহ খেতের শতাধিক সেচ মোটর চুরি হয়েছে। চক্রটি চিহ্নিত হলেও প্রভাবশালী কিছু মানুষ তাদের পক্ষে থাকায় সাধারণ মানুষ প্রতিকার পাচ্ছেন না। এলাকাবাসীর পক্ষে বাবু নামে এক তরুণ জানান, স্থানীয়রা জোটবদ্ধ হয়ে সম্প্রতি চোর দলের নেতা আলম ও রতনকে আটক করে। পরে আলমকে ধরে গণপিটুনি দিলে হাসপাতালে ভর্তি করলেও সহযোগী রতন পালিয়ে যায়। এ ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ খবর