শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কুলিয়ারচরে মা-ছেলে নিহত বিভিন্ন স্থানে আরও ৫

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার ধামরাইসহ বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। প্রতিনিধিদের পাঠানো খবর—কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন কটিয়াদী উপজেলার লোহাজুড়ি এলাকার কামরুজ্জামানের স্ত্রী নাদিয়া (৩০) ও তার আট মাস বয়সী শিশুপুত্র আনাস। ধামরাই :  ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের জয়পুরা এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হন এবং আহত হন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভিলেজ লাইন এবং মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাস শুভযাত্রা বাস দুটি ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজির পাশে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুজন। নিহতদের একজন শুভযাত্রা বাসের চালক কালু মিয়া। তার বাড়ি মানিকগঞ্জে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক চাপায় রুবিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাটরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবিয়া  বেগম টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া গ্রামের মৃত রাঙ্গা মিয়ার স্ত্রী। পাবনা : পাবনার নূরপুরে বাইপাস সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। গতকাল দুপুর  সোয়া ১২টার দিকে পাবনা সদরের নূরপূর বইিপাস এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা জানাতে পারেনি ওই পুলিশ। ঝালকাঠি : ঝালকাঠির রায়াপুর নামক স্থানে পিকআপভ্যান দুর্ঘটনায় ইউসুফ আলী ফরাজী নামে গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী ও দুই বছরের মেয়ে আহত হয়েছে। গতকাল সকালে সড়কে এ দুর্ঘটনা ঘটে।  গৌরনদী : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল সাউদের খালপাড় এলাকায় গতকাল বিকালে বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই যানের চালকসহ অন্তত ২০ জন আহত হন।

সর্বশেষ খবর