শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঈদ এলেই শোলাকিয়ায় সংস্কারের তোড়জোড়

কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশের বৃহত্তম ঈদগাহ শোলাকিয়ার এখন বেহাল অবস্থা। নানা সমস্যায় ঐতিহ্য হারাতে বসেছে প্রাচীন ঈদগাহটি। প্রতিবছর ঈদ এলে কোনো রকম সংস্কার করা হয়। ঈদের পর আর কেউ খোঁজ নেন না ঈদগাহটির। ঈদগাহে যাওয়ার একমাত্র সড়কটি ভাঙাচোরা। ঈদ সামনে রেখে পুরাতন ইট, সুরকি ফেলে সাময়িক সংস্কার করা হচ্ছে সড়কটি। প্রতি বছর ঈদ উপলক্ষে এ ধরনের সংস্কার হলেও টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয়না। বৃষ্টি হলেই মাঠে জমে পানি। তখন কাদা-পানির মধ্যে নামাজ আদায় করতে হয়। মাঠের সামনের অংশে বালু ফেলা হলেও মাঝের ও পিছন দিক এবড়োথেবড়ো। নেই পানি নিষ্কাশনের সুব্যবস্থা। এ ব্যাপারে ঈদগাহ পরিচালনা কমিটির সম্পাদক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বলেন, ঈদগাহের জন্য আকর্ষনীয় তোড়ণ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। পাশে নরসুন্দা নদীর ওপর সেতুটি পাকা করার কাজ শেষ পর্যায়ে। ঈদগাহ সংলগ্ন পুকুরটিও সংস্কার করা হচ্ছে। ১৮২৮ সালে প্রথম বড় জামাতে একসঙ্গে সোয়া লাখ মুসল্লি এ মাঠে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এটির নাম সোয়ালাখিয়া থেকে শোলাকিয়া হয়েছে বলে ধারণা করা হয়।

সর্বশেষ খবর